রেলস্টেশনে পড়েছিল মরদেহ, পরিচয় জানে না কেউ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

সিলেটের রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে রেলস্টেশনের পাবলিক টয়লেটের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বলেন, বিকেল ৪টার দিকে রেলস্টেশনের পাবলিক টয়লেটের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন রেলওয়ের কর্তৃপক্ষ।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে রাখে। তবে কী কারণে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

  • মরদেহ
  • রেলস্টেশন
  • সিলেট
  • #