যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য মো. আবদুল হামিদ। সভায় বোর্ডের ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯টায় সভা শেষ হয়। সভায় পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নামকরণসহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেসিয়াম এখন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম, ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল।

এ বিষয়ে বোর্ডের সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনের জন্য নতুন নাম আহ্বান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই-বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।

 

  • নতুন নামকরণ
  • বঙ্গবন্ধু একাডেমিক ভবন
  • যবিপ্রবি
  • #