খুলনা নগরীতে তীব্র মশার উপদ্রব, নগরবাসীর মশারি মিছিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

আইনশঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পর খুলনা মহানগরে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। মশাবাহিত রোগের তীব্র প্রাদুর্ভাবের শঙ্কা তৈরি হয়েছে। এর প্রতিবাদে মশারি মিছিল করেছে খুলনার নাগরিক সমাজ। শনিবার খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ করে বের করা হয় ‘মশারি মিছিল’। মিছিলটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংক মোড় ঘুরে আবার হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

নগরবাসীর অভিযোগ, খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশানিধন কার্যক্রম অপ্রতুল, নিয়মিত লার্ভিসাইড স্প্রে করা হয় না। জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন ড্রেনের কারণে মশা বংশবিস্তার করছে।

নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. বাবুল হাওলাদার বলেন, মশারি মিছিল মূলত প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের এই প্রতিবাদে যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, তবে নগরবাসী উপকৃত হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। কিন্তু খুলনা সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মশা নিধনে কার্যকর ভূমিকা রাখছে না।

নাগরিক নেতা মাহবুবুর রহমান মুন্না বলেন, দৌলতপুর, খালিশপুর, শিববাড়ি, গল্লামারী, বসুপাড়া, মুজগুন্নীসহ বিভিন্ন এলাকায় মশার উৎপাত ব্যাপকভাবে বেড়েছে। সন্ধ্যা নামতেই অসহনীয় হয়ে উঠছে মশার উপদ্রব।

  • খুলনা
  • মশার উপদ্রব
  • মশারি মিছিল
  • #