নারী শিক্ষা প্রচারে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

ওয়াজির খানের ভাই আমির খান জালন্দ ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, চার তালেবান কর্মকর্তা ওয়াজিরকে কাবুলের বুটখাক এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর চোখ ও হাত বেঁধে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আমির খান বলেন, আমরা এখনো জানি না ওয়াজির কোথায় আছে, কেমন আছে। সাত দিনের বেশি সময় হয়ে গেছে, কিন্তু তার কোনো খোঁজ নেই।

ওয়াজির খান ২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন। আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য।

দুই বছর ধরে ওয়াজির খানের সঙ্গে কাজ করছেন মানবাধিকার কর্মী সামান্থা লিনিং। তিনি বলেন, ওয়াজির ছেলে-মেয়ে উভয়ের জন্যই শিক্ষা প্রচার করছিলেন, যা তালেবান তাদের শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স পর্যন্ত অনুমতি দেয়। তবু তাকে আটক করা হয়েছে।

  • আফগান অধিকারকর্মী
  • গ্রেপ্তার
  • নারী শিক্ষা
  • প্রচার
  • #