সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দায়ের মামলায় বুধবার (৫ মার্চ) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিয়াউল আলমকে তার এক আত্মীয়র বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। ঢাকার পুলিশের কাছে জিয়াউল আলমকে হস্তান্তর করা হয়েছে।

  • গ্রেপ্তার
  • জিয়াউল আলম
  • সাবেক সিনিয়র সচিব
  • #