ঢাবি ছাত্রী হেনস্তার ইস্যুতে মামলা প্রত্যাহার অশুভ বার্তা : সামিনা লুৎফা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য সামিনা লুৎফা ছাত্রী হেনস্তার ইস্যুতে মামলা প্রত্যাহারের বিষয়ে বলেছেন, এই মামলা তুলে নেওয়া হলে সারা দেশব্যাপী নারী নির্যাতকদেরকে খুবই অশুভ বার্তা দেবে।

তিনি বলেন, এতে করে নির্যাতনের পরিমাণ বাড়বে। নারী আরও বেশি অনিরাপদ হয়ে যাবে। সুতরাং, এটিকে কোনোভাবেই ওয়েলকাম করার কোনো সুযোগ নাই।

জামিনযোগ্য অপরাধে যে কেউ জামিন পেতেই পারে উল্লেখ করে তিনি আরও বলেন, মামলা প্রত্যাহার করা খুবই নেতিবাচক হবে, অনুচিত কাজ হবে। তবে তিনি মনে করেন, এই ঘটনায় যা করা উচিত ছিল, তা যথাযথভাবে করা হয়নি।

সামিনা লুৎফা বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের স্টাফ… বিশ্ববিদ্যালয়ের যৌন নীপিড়ন সেল আছে… সেখানে অভিযোগ যাওয়া উচিত ছিল। সাময়িক বহিষ্কার বা অব্যাহতি ঠিক আছে। এটি সমাধানের উপায় তো বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছে। সেটি করা হলে সারা রাতভর একটি মব, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে থানার ভেতর ঢুকে সেখানে আটক রাখা একজন মানুষের ভিডিও করছেন, যিনি ভিক্টিম তার যাবতীয় তথ্য বাইরে নিয়ে যাচ্ছেন ও তাকে ভয়াবহভাবে হ্যারাজ (হয়রানি) করছেন; এগুলোকে আমরা এভয়েড করতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের আরেকটু জোরালো ভূমিকা নেয়া উচিত ছিল।

  • অশুভ বার্তা
  • ঢাবি ছাত্রী
  • মামলা প্রত্যাহার
  • সামিনা লুৎফা
  • #