মাদকসেবন দেখে ফেলায় তুলে ফেলা হল দুই চোখ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

মাদক নেওয়ার ঘটনা দেখে ফেলায় যশোরে বকচরে এক ব্যক্তির দুই চোখ ‘তুলে ফেলার’ অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত শহিদুল ইসলামের অবস্থা ‘আশঙ্কাজনক’; তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শহিদুলের স্ত্রী হাসনা বেগম বলেন, আমার স্বামী বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি বকচরের ‘নয়ন প্লাস্টিক’ কারখানার পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় সাদ্দাম ও শাহ জামালসহ চার থেকে পাঁচজন মাদক সেবন করছিলেন।

হাসনা বেগম অভিযোগ করেন, তাদের দিকে তাকানোর কারণে শহিদুল ইসলামকে মারধর করা হয়। একপর্যায়ে দুই চোখ উপড়ে ফেলে তারা। এরপর আশপাশের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী বলেন, শহিদুল ইসলামকে রাত ৯টা ১৭ মিনিটে হাসপাতালে আনা হয়। দুই চোখ তুলে ফেলায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, সন্ত্রাসীরা শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • তুলে ফেলা
  • দুই চোখ
  • মাদকসেবন
  • #