ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগে সমন্বয়কসহ আটক ১৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জানান এ তথ্য দেন।

ওসি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। তাদের আটক করার কারণ জানতে চাইলে কলাবাগান থানার ওসি (তদন্ত) কালের কণ্ঠকে বলেন, তারা শেখ কবির নামে জনৈক এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে হামলা চালায়। এ সময় তারা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। প্রাথমিকভাবে আটকদের নাম জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন জানিয়ে ওসি মোক্তারুজ্জানান বলেন, তাদের অভিযোগের তদন্ত চলছে।

  • অভিযোগ
  • আটক
  • ব্যবসাপ্রতিষ্ঠান
  • ভাঙচুর-লুটপাট
  • সমন্বয়ক
  • #