রাতেও পরিবারের সঙ্গে কথা হয়েছে, সকালে নদীতে লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় মাছ ব্যবসায়ী জিয়াউর রহমান মোড়লের (৪২) মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চেঁচুড়ি গ্রামসংলগ্ন হরি নদীতে তার মরদেহ পাওয়া যায়। তিনি উপজেলার ধামালিয় ইউনিয়নের চেঁচুড়ি গ্রামে কৃষক খরিব মোড়লের ছেলে।

জিয়াউর রহমানের বাবা খবির মোড়ল জানান, জিয়াউর শুক্রবার বিকেলে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। তারাবি নামাজের কিছুক্ষণ আগেও পরিবারের সঙ্গে কথা হয়েছে তাঁর। কিন্তু রাতে বাড়িতে ফেরেননি। মোবাইল ফোনেও তাকে পাওয়া যায়নি। সকালে নদীতে তার লাশ দেখা গেছে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক ছেলে রয়েছে।

কী কারণে জিয়াউর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এ বিষয় তার পরিবারের কেউ কোনো তথ্য দিতে পারেননি।

উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহজাহান আলী জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। খুনিরা নির্জন স্থানে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • খুলনা
  • নদী
  • লাশ
  • #