ভিজিএফ কার্ড নিয়ে চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামের দলটির এক কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার উপজেলার তিতুদহ গ্রামে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম তিতুদহ গ্রামের আব্দুর রহিম মল্লিকের ছেলে।
পুলিশের ভাষ্য, ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তিতুদহ গ্রামের বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ শনিবার সকালে তিতুদহ বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন।
দর্শনা থানার উপ-পরিদর্শ (এসআই) অনুজ কুমার সরকার বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।