বছরে পথে-পরিবহনে ১৭৫৮ নারী নির্যাতিত, ধর্ষিত ৪১ : সেভ দ্য রোড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গত ১ বছরে রেল, নৌ ও সড়কপথের পাশাপাশি রেল-নৌ-বাস স্টেশন এবং ফুটপাতে নারীদের শ্লীলতাহানি-নির্যাতনের ঘটনা ঘটেছে ১৭৫৮টি এবং ধর্ষিত হয়েছেন ৪১ জন নারী। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে সেভ দ্য রোড-এর উদ্যেগে গণপরিবহনে ৪০ শতাংশ নারী আসন ও নির্যাতন-ধর্ষণরোধে কঠোর শাস্তির দাবিতে প্রতিবেদন পাঠ-সমাবেশ ও র্যালি থেকে এই তথ্য দিয়েছেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে লিখিত প্রতিবেদনে তিনি আরও জানান, গত ১ বছরে রেলপথে ৫৬২ টি নির্যাতন, ১১ টি ধর্ষণ; সড়কপথে ৪১৩ টি নির্যাতন ও ২০ টি ধর্ষণ; নৌপথে ৩২৫ টি নির্যাতন ও ৫ টি ধর্ষণ এবং রেল-নৌ-বাস স্টেশন ও ফুটপাতে ৪৫৮ টি নির্যাতন ও ৫ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি, সদস্য ওয়াজেদ রানা, কন্ঠশিল্পী রিয়া খান, রিয়াদ ইসলাম, কাজী মুন্নী আলম, মেহেদী হাসান, মোনালিসা দেওয়ান অশ্রু প্রমুখ। এসময় সেভ দ্য রোডের পক্ষ থেকে নির্যাতন-নিপীড়ন-ধর্ষণরোধের পাশাপাশি সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনারোধে ৭ দফা দাবি উপস্থাপন করা হয়।

দাবিগুলো হল :

১. প্রতি ৩ কিলোমিটারে পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে।
২. সব সড়ক প্রশস্থ করার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে।
৩. সড়কপথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধ, ৪০ শতাংশ নারী আসন নিশ্চিত এবং কমপক্ষে অষ্টম শ্রেণী উত্তীর্ণ চালক-সহযোগী নিয়োগ ও হেলপারদের জাতীয় পরিচয়পত্র, গ্যারেন্টারসহ ডেটাবেজ করে তা সক্রিয় রাখতে হবে।
৪. সড়ক-নৌ-রেল ও আকাশপথ দুর্ঘটনায় নিহতদের কমপক্ষে ২০ লাখ ও আহতদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা সরকারিভাবে দিতে হবে।

  • ১৭৫৮ নারী নির্যাতিত
  • ধর্ষিত ৪১
  • সেভ দ্য রোড
  • #