খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে অপর্ণা চৌধুরী পাড়ার অংসার মার্মার বাড়ি থেকে থৈঅং প্রু মার্মার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত থৈঅং প্রু মার্মা গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মার্মার ছেলে।
জানা যায়, বাড়ির মালিক মাসিনু মার্মা শনিবার বেলা সাড়ে ১১ টার পর গৃহপরিচায়ক থৈঅং প্রুকে রেখে বাইরে যান। ঘণ্টাখানেক পরে ফিরে এসে গেইট খোলার জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাথে নিয়ে গেইট খুলেন। এ সময় বাড়ির উঠানে বালুর স্তূপে পড়ে ছিল শিশুর নিথর দেহ। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, আমরা শিশুটির মৃত্যু রহস্য উন্মোচনের চেষ্টা করছি। কীভাবে শিশুটির মৃত্যু হলো তা বুঝে উঠতে পারছি না। অভিভাবকদের সাথে কথা বলছি তারাও বিশেষ কিছু জানাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।