শিশুধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে আট বছরের শিশু ধর্ষণ মামলার মুগলাকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গত বছরের ২২ অক্টোবর বিকেল ৪টার দিকে দ্বিতীয় শ্রেণিতে শিশুকে মাছ ধরার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি তার মাকে জানায় ওই শিশু। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

তিনি আরো জানান, সোমবার রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মুগলাকে গ্রেপ্তার করা হয়।

  • আসামি
  • গ্রেপ্তার
  • মামলা
  • শিশুধর্ষণ
  • #