‘মারধর, চাঁদাবাজি, স্ট্যাম্পে স্বাক্ষরে’র অভিযোগে শ্রমিকদল নেতাসহ আটক ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে
প্রতীকী ছবি

সোনালী ব্যাংকের কর্মকর্তাকে ডেকে নিয়ে চাঁদাবাজি, মারধর এবং জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে শ্রমিকদলের নেতাসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। এরপর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) কার্যালয় থেকে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও সিবিএর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং তার সহযোগী সিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজ উদ্দিন।

এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটি করেছেন সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের কল্যাণ শাখার কর্মকর্তা (ক্যাশ) এমদাদুল হক।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার বেলা দুইটার দিকে একজন ফোন করে এমদাদুল হককে সিবিএ সভাপতির কার্যালয়ে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, জাকির হোসেন, আল-আমিন, সিরাজ উদ্দিনসহ পাঁচ থেকে সাতজন তার সহকর্মী মিজানুর রহমানকে মারধর করছেন। তিনি কক্ষে প্রবেশ করার পর আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা দাবি করেন। এরপর তাকে মারধর করে বেসরকারি একটি ব্যাংকের একটি চেক ছিনিয়ে নেয়া হয়। সেই চেকে ৫০ লাখ টাকা বসিয়ে তার স্বাক্ষর নেন আসামিরা। এ ছাড়া আসামিরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ১৫০ টাকা মূল্যের পাঁচটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন।

মামলার এজাহারে এমদাদুল হক বলেন, তিনি সিবিএ কার্যালয় থেকে বেরিয়ে গুলিস্তান সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর একটি দল মতিঝিল থানা-পুলিশের সহায়তায় সোনালী ব্যাংকের সিবিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। সেখান থেকে একটি পিস্তল এবং তার স্বাক্ষর করা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

  • আটক
  • শ্রমিকদল নেতা
  • #