মহাখালীর সাততলা বস্তিতে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

এ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে, পাশাপাশি ৩০টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস বুধবার (১২ মার্চ) জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। মাত্র ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে আরও ইউনিট যোগ দেয়। ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১৪ জন মালিকের বিভিন্ন আয়তনের ১৫২টি কাঁচা ও সেমি-পাকা ঘর এবং ২টি দোকান পুড়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কেউ আহতও হননি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য।

  • আগুন
  • মহাখালী
  • সাততলা বস্তি
  • #