স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে মশালমিছিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাম ধারার রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ থেকে এ মিছিল শুরু হয়। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে যায় এ মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় আগামী শনিবার সকাল ১১টায় শাহবাগে গণমিছিলের ডাক দেন বিভিন্ন সংগঠনের নেতারা। শহীদ মিনারের সমাবেশে গতকাল ধর্ষণবিরোধী পদযাত্রার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার বলেন, দেশজুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার নিদারুণভাবে ব্যর্থ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহিন শাহরিয়ার রেজা বলেন, অব্যাহত খুন-ধর্ষণের বিরুদ্ধে আমরা এ মশাল মিছিল করেছি। দুপুরে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের চরিত্র পরিষ্কার হয়ে গেছে।

  • দাবি
  • পদত্যাগ
  • শাহবাগ. মশালমিছিল
  • স্বরাষ্ট্র উপদেষ্টা
  • #