গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ডিপটি ফকির (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা নাকাইহাট ইউনিয়নের পোগইল হাটখোলা গ্রামে এই ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হওয়া ডিপটি ফকির ওই গ্রামের মৃত জয়না ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পোগইল হাটখোলা গ্রামের ভুক্তভোগী শিশুটি (১০) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘটনার দিন রাত ৮টায় বাড়ির পাশের টয়লেটে যায়। সেখান থেকে ফেরার পথে ডিপটি ফকির ওই শিশুর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী খড়ের পালায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মুখ থেকে হাত ফসকে গেলে শিশুটি চিৎকার দেয়। তার চিৎকার শুনে তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ডিপটি ফকির পালিয়ে যায়। এরপর মেয়েটিকে বাড়িতে এনে তার মুখে সব কথা শুনে থানায় মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, ডিপটি ফকিরের পুত্র সজিব খন্দকার অভিযোগ করেন, তার পিতাকে জোড় করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার। দায়ের করা এজাহারে উল্লেখ করেন তার পিতা সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পশ্চিম পগইল সরকারপাড়া জামে মসজিদে এশা ও তারাবির নামাজ পড়তে যায়। এরপর বাড়ি এসে শুয়ে পড়েন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে সেই শিশুটির বাবার ডাকাডাকিতে ডিপটি ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলে তাকে মারধর ও টানাহেঁচড়া করে তার বাড়িতে নিয়ে যায়। রাতেই ফোন করে পুলিশ ডেকে এনে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের হাতে তুলে দেয়। এজাহারে তিনি বলেন তার বাবার বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টার অভিযোগ সঠিক নয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া অভিযুক্ত ডিপটির পুত্র সজিবের দায়ের করা অভিযোগটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • অভিযোগ
  • গাইবান্ধা
  • গ্রেপ্তার
  • ধর্ষণচেষ্টা
  • বৃদ্ধ
  • শিশু
  • #