কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে দিল মেঘনা, এনআরবি ও এনআরবিসির

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে বেসরকারি খাতের তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নেয়। যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে সেগুলো হল বেসরকারি খাতের মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। তবে নতুন করে কারা পর্ষদের দায়িত্ব পেয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

প্রসঙ্গত, সরকার পরিবর্তনের পর এস আলম নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় বারের মতো একশনে গিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

  • এনআরবি
  • এনআরবিসি
  • পরিচালনা পর্ষদ
  • মেঘনা
  • #