ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাতে চরফ্যাশন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম কারী মো. তালহা (১৯)। সে চরফ্যাশন পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের শরীফ পাড়াস্থ মোস্তাক মাওলানার ছেলে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে তারাবির সময় চরফ্যাশন সদরের খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটলেও শনিবার রাতে তালহাকে গ্রেপ্তারের পর ঘটনাটি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়।
আহত শিশুটি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি চরফ্যাশন পৌরসভার রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনার জন্য শিশুটির পরিবার অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.তায়েবুর রহমান জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত আছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
খাসমহল জামে মসজিদ কমিটির সভাপতি চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।