হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক : মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের হিন্দুদের ওপর সংঘটিত আক্রমণ ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব ঘটনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে এবং ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ-নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স।

সাক্ষাৎকালে গ্যারি পিটার্স তার নির্বাচনি এলাকা মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।

ড. ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি ছোট আকারের সংস্কার চায়, তাহলে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। তবে তারা যদি অন্তর্বর্তী সরকারের কাছে বড় সংস্কার চায়, তাহলে আরও কয়েক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • রাজনৈতিক : মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা
  • হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়
  • #