বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ মারা গেছেন। দীর্ঘিদিন তিনি ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়াতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বছরের ১৭ আগস্ট ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় তার অবর্তমানে প্রফেসর আলমগীরকে দায়িত্ব দেয়া হয়।
গত বছরের ২৫ মে ইউজিজির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদ শেষের দিনেই তাকে দ্বিতীয় মেয়াদে ফের নিয়োগ দেয়া হয়।
২০২২ সালে একবার ইউজিসির অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতাজনিত কারণে বিদেশে চিকিৎসার জন্য যান। তখন তার অনুপস্থিতিতে কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব নেন।