নাট্যব্যক্তিত্ব এহসানুল বাবু রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও দেশ নাটকের কর্ণধার এহসানুল আজিজ বাবু রিমান্ডে। তাকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে জিএমপির গোয়েন্দা পুলিশ।

সংশ্লিস্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর গতকাল বুধবার তাকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আদালতে হাজির করে আরো তথ্য প্রমাণ উদঘাটনের জন্য পুলিশ তার দশ দিনের রিমান্ড আবেদন করে। শুনানী শেষে বিজ্ঞ আদালতের বিচারক ইকবাল হোসেন আদালত উপস্থাপিত তথ্য প্রমাণাদি বিবেচনায় নিয়ে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ফেব্রয়ারিতে সমাপ্ত হওয়া তাবলীগ জামাতের বিশ্ব এস্তেমার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এস্তেমায় জঙ্গি হামলার হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ঘটনাটি তখন লাখ লাখ মুসুল্লীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে গাজীপুর মহানগর পুলিশ তথ্য প্রযুক্তি সাইবার টিমের সহযোগিতায় হুমকিদাতা আলামিন হোসেন নামের এক যুবলীগ কর্মীকে গত ১৫ ফেব্রুয়ারি মহানগরীর শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে আসামি পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে। তার স্বাকারোক্তি ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদর মেট্রো থানার এসআই মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে সদর মেট্রো থানায় সন্ত্রাসবিরোধী আইন/২০০৯-এ একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ রনি সরকার, সাইফুর রহমান শাওন, সিয়াম হোসেনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য, তাদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, গ্রেপ্তার আসামিদের ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ও পলাতক আসামিরা রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তার জন্য হুমকিমুলক বিভিন্ন কাজে জড়িত। তাদের বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য প্রমাণ রয়েছে।

  • এহসানুল বাবু
  • নাট্যব্যক্তিত্ব
  • রিমান্ড
  • #