কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

গাজীপুরে জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার সকালে কারখানা বন্ধের প্রতিবাদে তারা মহাসড়কে নামেন। শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার পর শ্রমিকরা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এরপর কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানায় কয়েকদিন আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করেন শ্রমিকরা। এ ঘটনায় একটি মামলা ও কয়েকজন গ্রেপ্তার হয়। এসবের জের ধরে কারখানাটিতে উত্তেজনা চলছিল। সকালে কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। পরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। আশপাশের কয়েকটি কারখানা শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। এ সময় আরও কারখানায় গিয়ে ইটপাটকেল ছোড়েন তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ওই আন্দোলনের জের ধরে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। আন্দোলন থেমে গেলে পরে আবার অধিকাংশ কারখানা চালু করা হয়।

  • কারখানা
  • বন্ধ
  • শ্রমিক
  • সড়ক অবরোধ
  • #