জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করে দেওয়া হয়েছে। যার বড় প্রভাব পড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে। এখন নতুন করে সেনাবাহিনীর মনোবল নষ্ট করতে পাঁয়তারা চলছে। যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বয়ে আনবে। তাই রাজনীতির আগে দেশের সার্বিক নিরাপত্তা কাঠামোকে বাঁচাতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন দ্য স্কাই ভিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না।
সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দেন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে। এটা বললাম কেন, এটা বলাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে- এটা মনে করেছে তারা। এজন্য আমার এগেইনস্টে দুর্নীতির মামলা দিয়েছে।