নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া জোলার বাতা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। রবিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া জোলার বাতা এলাকায় রাস্তায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সিংড়া থানা পুলিশকে জানায়।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হবে।