নাটোরের সিংড়ায় উত্তর দমদমা সুইচ গেট এলাকায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন যুবদলের চার কর্মী। পরে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সিংড়া পৌর এলাকার উত্তর দমদমায় এই ঘটনা ঘটে।
জনতার হাতে গণধোলাইয়ের শিকার হলেন চৌগ্রাম ইউনিয়ন যুবদলের কর্মী মৃত মোজাহার আলীর পুত্র সোহাগ ওরফে বানেস (৩৭), যুবদল কর্মী ও কুদ্দুস মণ্ডলের পুত্র সালমানশাহ (বুস) (২২) উভয়ের সাং বড় চৌগ্রাম। ছোট চৌগ্রামের আনসারের পুত্র রায়হান (৩৫), ও হারেজের পুত্র আলামিন (২৫)।
স্থানীয়রা জানান, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের চার কর্মী ট্রান্সফরমার চুরি করতে গেলে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করার চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালালে ছয় পুলিশ সদস্য আহত হন।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, গণধোলাইয়ের শিকার চারজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে এসেছিল বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা চারজন সিংড়া থানার হেফাজতে রয়েছে।