‘জিয়া স্বাধীনতার ঘোষক’ বলায় মুক্তিযোদ্ধাদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

পাবনায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’ দাবি করায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন মুক্তিযোদ্ধাদের একাংশ। বুধবার (২৬ মার্চ) দুপুরে পাবনা জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বক্তব্যের সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। শুরুতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’ দাবি করে বক্তব্য দেন।

এসময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ করেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বক্তব্য শেষ না করেই বিএনপি নেতা মাসুদ খন্দকার চলে আসেন। এসময় অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয়।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলাম। এসময় সব মুক্তিযোদ্ধা নয়, ফ্যাসিবাদের দোসর কিছু মুক্তিযোদ্ধা হট্টগোল শুরু করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভুল বলিনি। অবশ্যই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। সেখানে কোনো আপত্তির কিছু নেই। অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য এটি ফ্যাসিবাদের দোসরদের একটি চক্রান্ত। তবে সেটি সফল হয়নি।

  • পাবনা
  • বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা
  • স্বাধীনতার ঘোষক
  • #