চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় অজ্ঞাতনামা দুই সন্ত্রাসী একটি বাসায় অস্ত্র নিয়ে প্রবেশ করার সময় স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়েছে। এ সময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয়দের বরাত দিয়ে পতেঙ্গা থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা জানান, পতেঙ্গা থানাধীন উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় জনৈক জসিমের মালিকানাধীন ভবনের একটি বাসায় তালা ভেঙে প্রবেশের চেষ্টা করে সন্দেহজনক দুই যুবক। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
পতেঙ্গা থানার সেই কর্মকর্তা বলেন, ওই বাসায় পোশাক কারখানায় চাকরি করা এক দম্পতি থাকতেন। তারা ঘটনার দিন গ্রামের বাড়ি রাউজানে যান। তবে যুবকদ্বয় সেখানে ডাকাতি করতে গিয়েছিল না অন্য কোন উদ্দেশ্য ছিল তা বোঝাযাচ্ছেনা। অস্ত্রধারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।