মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, এতে আহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৬৭০ জন। শনিবার (২৯ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, শুক্রবার দুপুর দুপুর ১২টা ২১ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে কমপক্ষে ১৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশ, ভারত, চীন, কম্বোডিয়ায়ও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬.৪ মাত্রার একটি আফটার শক হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির রাজধানী নাইপিডোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছেন। এছাড়াও, সাগাইংয়ে ১৮ জন ও মান্দালয়ে ৩০ জন নিহত হন। এদিকে জুমার নামাজের সময় দুটি মসজিদ ধসে পড়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি নির্মাণাধীন ভবনে শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তবে ভুমিকম্পের সময় ভবনটি ধসে পড়ে অন্তত ৯০ জন নিখোঁজ হয়েছেন। এতে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

 

  • ভূমিকম্প
  • মিয়ানমার
  • মৃত
  • সংখ্যা
  • #