টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল মা-বাবার, ছেলে হাসপাতালে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের ছেলে আহত হয়েছে। নিহতরা হলেন দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে তারা এক সঙ্গে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বন্দনা মারা যান। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রঞ্জিত মারা যান।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

  • গাড়িচাপা
  • টাঙ্গাইল
  • মৃত্যু
  • স্বামী-স্ত্রী
  • #