কাপড় দিয়ে ঢেকে রাখা মুক্তিযুদ্ধের সেই ম্যুরালটি ভেঙে ফেলা হল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ঢেকে রাখা ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। আজ রবিবার (৩০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ম্যুরালটি ভেঙে ফেলেন শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্দেশে ম্যুরালটি ভাঙছেন তারা। তবে এ বিষয়ে জানতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

স্বেচ্ছাসেবী সংগঠন অতিক্রমের আহ্বায়ক সাংবাদিক হেলাল কবির বলেন, ম্যুরালটি ভাঙা হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে। ঢেকে রাখারও নির্দেশ ছিল তার। অন্য কেউ এ নিয়ে আপত্তি জানায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালে ফুটিয়ে তোলা হয়েছে, বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয়, ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা, সাতজন বীরশ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা ইত্যাদি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গত বুধবার জেলা প্রশাসন সেই ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির (সনাক)।

কাপড় দিয়ে ঢেকে রাখা মুক্তিযুদ্ধের সেই ম্যুরালটি ভেঙে ফেলা হল

এ বিষয়ে ২৭ মার্চ জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেছিলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

দুদিন পর ২৯ মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা ৫২, ৭১-কে ২৪-এর মুখোমুখি দাঁড় করাতে চাই না।

রবিবার বিকালে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম বলেন, মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার বিষয়ে আমরা আগে প্রতিবাদ জানিয়েছিলাম। আমি এখন ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি। ম্যুরাল ভাঙার বিষয়টি আমার জানা নেই। লালমনিরহাট সনাকের সভাপতি বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক অসুস্থ। আমরা সবাই এ নিয়ে পরবর্তীতে প্রতিবাদ জানাবো।

রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম বলেন, ম্যুরাল ভাঙার সিদ্ধান্ত জেলা প্রশাসকের। উনার কাছেই এ বিষয়ে জানতে চান।

  • ভাঙা
  • মুক্তিযুদ্ধ ম্যুরাল
  • লালমনিরহাট
  • #