ঈদের দিন প্রতিপক্ষের গুলিতে নিহত ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে গরু চোরাচালান নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মো. নবী (৫০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার ঈদের দিন বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় সীমান্ত ফাঁকি দিয়ে আসা গরু টানাটানিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত মো. নবী স্থানীয় পশ্চিম গনিয়াকাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানান, মো. নবীর সঙ্গে তার চাচাত ভাই মো. হাছান, হোছেন, সানী ও হানিফের পাচারের গরু টানার জেরে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের গুলিতে মো. নবী আহত হয়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • কক্সবাজার
  • গুলি
  • নিহত
  • #