ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকার ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাংটুর ঘাটের কাছে ধরলা নদীর কিনারে পানিতে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ ঘটনান্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে ভেসে আসতে পারে।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ইমতিয়াজ কবির বলেন, ঈদের দিন সবকিছু বন্ধ থাকায় লাশ উদ্ধারে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। পরিচয় ও কোথায় থেকে লাশটি এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি নমুনা সংগ্রহ করেছে। দুই একদিনের মধ্যে পরিচয় জানা যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।

  • অজ্ঞাত যুবক
  • উদ্ধার
  • ধরলা নদী
  • ভাসমান লাশ
  • #