মোবাইল চুরির অভিযোগে শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে শ্রমিক দলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত মো. রাজু (৩৫) উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দফতর সম্পাদক এবং সবুজের গোঁজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে। আটকদের মধ্যে দুজনের নাম জানিয়েছে পুলিশ। তারা হলেন সবুজের গোঁজা এলাকায় মো. হারুনের ছেলে কবির হোসেন এবং একই এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী রেখা বেগম। রাত ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আড়াইটার দিকে সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হন। ওই এলাকার কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অভিযোগে তাকে পিটুনি দেওয়া হয়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত রাজুর মা নেহার, ভাই ওহিদ হোসেন, বোন জেসমিন বেগম ও মেয়ে রুবি আক্তার পুলিশের কাছে অভিযোগ করেছেন, রাতে রাজুর মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। তখন সে ভাতিজা কবিরের ঘরে মোবাইল চার্জ দেয়। এ সময় কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, রাজু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পরিকল্পিতভাবে এটা ঘটানো হতে পারে।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, রাজুকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কবির ও রেখাকে আসামি করে মামলা হবে। আটক অপর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • অভিযোগ
  • মোবাইল চুরি
  • শ্রমিকদল নেতা
  • হত্যা
  • #