শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটির কিছু অংশ শরীয়তপুরের জাজিরা উপজেলার সীমানাতেও পড়েছে।

নিহত ব্যক্তিরা সবাই দুই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা হলেন শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২৫), শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর সরদারকান্দি এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) এবং একই এলাকার এসকান খানের ছেলে অলি খান (২২)। আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে মিঠুন তালুকদারসহ তিনজন মোটরসাইকেলে জাজিরার দিকে যাচ্ছিলেন। মিঠুনই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি কুতুবপুর সাহেববাজার এলাকার গোলচত্বরে এলে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটে। অপর মোটরসাইকেলেও তিনজন আরোহী ছিলেন। এ সময় ঘটনাস্থলেই মিঠুন এবং অপর মোটরসাইকেলের এক আরোহী হৃদয় ঢালীর মৃত্যু হয়। আহত অপর চারজনের মধ্যে হৃদয় ঢালীর মোটরসাইকেলের দুই আরোহী রমজান সরদার ও অলি খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের ব্যাপারে তথ্য জানা যায়নি।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। ঢাকায় নেওয়ার পরে আরও দুজন মারা গেছেন।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। দুই মোটরসাইকেলে শুনেছি ছয়জন ছিলেন। এর মধ্যে চারজনই মারা গেছেন। একজনের বাড়ি মাদারীপুরের শিবচরে। বাকি তিনজনের বাড়ি শরীয়তপুরে।

  • নিহত
  • মুখোমুখি সংঘর্ষ
  • শিবচর মোটরসাইকেল
  • #