ঈদের দিন শিশু ধর্ষণের অভিযোগে বাড়িতে আগুন, আটক ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে

ময়মনসিংহের মুক্তাগাছায় এক ৯ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিশুটি ধর্ষণের শিকার হয় ঈদের দিন রাতে। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা গত মঙ্গলবার ও বুধবার অভিযুক্ত ও তাদের স্বজনদের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। দুই দিনে মোট ৭টি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় মুক্তাগাছা থানা পুলিশ মূল অভিযুক্ত দুলালকে (৩০) বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুলালের মজিদ নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ আহত ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ৯ নং কাশিমপুর ইউনিয়নের মহিষতারা গ্রামের ৯ বছর বয়সী শিশুটিকে দুলাল মিয়া ধর্ষণ করে।

দুলালের শ্বশুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাতভর ধর্ষণের পর মঙ্গলবার শিশুটিকে দুলাল মিয়া অসুস্থ মেয়েটিকে ভ্যানে করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। সেখানে মেয়েটি পরিবারের লোকদের দুলালের বিষয়টি জানায়। এ সময় মেয়েটির আত্মীয়-স্বজন দুলালকে আটক করতে গেলে দুলালকে তার লোকজন সরিয়ে দেয়।
এ খবরে উত্তেজিত গ্রামবাসী একত্রিত হয়ে দুলালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে আব্দুল মজিদকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা মজিদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এদিকে বুধবারও কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ব্যাপারে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মজিদকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দেয়। আর দুলালকে বুধবার আটক করা হয়। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় দুলালসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • অভিযোগ
  • আগুন
  • আটক
  • বাড়ি
  • শিশু ধর্ষণ
  • #