নাটোরে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক এবং স্থানীয় দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) বেলা সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রকলা বাজার এলাকায় মোটরসাইকেলযোগে ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা সেলিমকে পাশের একটি চায়ের দোকানে ডেকে নিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অতর্কিতে হকিস্টিক ও বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে- তিনি যেন আর কলেজে না আসেন।

গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ কুমার সাহা জানান, “রোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বাম হাত ভেঙে গেছে। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং হামলার নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের চিকিৎসার খোঁজ নেওয়া হয়েছে। মামলা হলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • দুর্বৃত্ত
  • নাটোর
  • সাংবাদিক
  • হামলা
  • #