নেছারাবাদে ৫টি বাড়িতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি

: নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠিতে হিন্দু সম্প্রদায়ের ৫টি বাড়িতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। গরু বিক্রির টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর।

শনিবার গভীর রাতে ইউনিয়নের কুহুদাসকাঠি গ্রামের ২নং ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায় বৈদ্য গোত্রীয় এলাকায় ৫টি ঘরে ওই চুরি সংগঠিত হয়। চোরেরা গভীর রাতে সিঁধ কেটে ঘরে ভিতরে ডুকে মোট দুই লক্ষাধিক টাকাসহ দুইটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ চোরেরা ঘরে ঢুকে চেতননাশক স্প্রে করে নীরবে চুরি করেছে। যে কারণে তারা চুরির সময় কিছু আচ করতে পারেনি।

এলাকাবাসীসহ তাদের অভিযোগ ইউনিয়ের একটি দুষ্টচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে। তবে, ভুক্তভোগীরা ভয়ে তাদের কারো নাম বলতে রাজি হয়নি। কারণ জানতে চাইলে তারা বলেছেন, চোরেরা এলাকায় রাজনৈতিক দলের পরিচয়ে দাপটের সহিত চলা ফেরা করে। মূলত তাদের কোনো কাজকর্ম নেই। এরা বিগত দিনেও চুরি করত। এদের সবাই চেনে কিন্তু কেউ ভয়ে মুখ খোলে না। চুরির ঘটনা শোনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন।

শোভা বড়াল নামে একজন ভুক্তভোগী অভিযোগ করেন, তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন, ঘরের পাশে সিঁধ কাটা। এসময় তারা ঘরের ভিতরে রাখা টাকার খোঁজ নিলে দেখেন গচ্ছিত টাকা পয়সা কিছু নেই। তিনি বলেন, তার দেবর গরু বিক্রি করে এক লাখ দশ হাজার টাকা তাদের কাছে রেখে ছিলেন। সেই টাকা চোরেরা নিয়ে গেছে।

পার্থ নামে একই বাড়ির অপর এক অপর লোক অভিযোগ করেন বলেন, তার ঘরে দুইটি স্বর্ণের চেইন ছিল। যার একটি চেইন শ্বশুরবাড়ি থেকে পেয়েছিল। আর একটি চেইন নিজে বানিয়েছে। চোরেরা রাতে ঘরে সিঁধ কেটে ভিতরে ডুকে সেই দুই দুইটি চেইন এবং গচ্ছিত দশ হাজার সাতশত টাকা নিয়ে গেছে। তিনিসহ একই বাড়ির একাধিক লোক বলেন, চোরেরা ঘরে ডুকে চেতনা নাশক ওষুধ স্প্রে করে নীরবে চুরি করেছে।

সুলতা রানী নামে অপর এক গৃহবধূ বলেন, চোরেরা একই কায়দা তাদের ঘরে ঢুকে চার হাজার টাকা নিয়ে গেছে। এমনকি ঘরের ভিতরে একটা ঘটে জমানো কিছু খুচরা টাকা ছিলো সেটাও নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য কমলেশ রায় জানান, সকালে বাড়ীতে বসে চুরির ঘটনা শুনেছি। খুবই খারাপ বিষয়। আমার শরীরটা একটু খারাপ, তাছাড়া কাজে একটু ব্যস্ত আছি। সরেজমিনে আসতে পারিনি। বিকেলে সরেজমিনে এসে দেখব।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমীন জানান, চুরির ঘটনা শুনেই সরেজমিনে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।

  • দুর্ধর্ষ চুরি
  • নেছারাবাদ
  • #