বংশালে আসবাবপত্রের দোকানে আগুন, নিহত ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে আসবাবপত্রের দোকানে আগুন লেগে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করে।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে সাততলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করে।

তিনি আরও বলেন, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১২ জনকে ফায়ার সার্ভিস প্রাথমিক চিকিৎসা দেন। বাকি ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, এ ঘটনায় আমিন উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

  • আগুন
  • আসবাবপত্রের দোকান
  • নিহত
  • বংশাল
  • #