বুড়িগঙ্গায় জুয়ার আসরে ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, মাঝিকে পিটিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাঠুরিয়া খেয়াঘাট এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে ১০০ টাকা দ্বন্দ্বের জেরে এক মাঝিকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে অপর এক মাঝির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনার পর মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত মাঝির নাম মান্নান মোল্লা (৫৭)। তিনি বরিশালের উজিরপুর থানার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা হাসেম মোল্লার ছেলে। অভিযুক্ত মাঝির নাম শামীম হোসেন (৪৫)।

এ বিষয়ে বরিশুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোক্তার হোসেন বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে কাঠুরিয়া খেয়াঘাট এলাকায় মান্নান ও শামীমসহ কয়েকজন খেয়া নৌকায় বসে জুয়া খেলছিলেন। এ সময় ১০০ টাকা নিয়ে মান্নান ও শামীমের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে শামীম নৌকার বৈঠা দিয়ে মান্নানকে আঘাত করলে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়।

পরে মঙ্গলবার সকালে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীর তলদেশ থেকে মান্নানের মরদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • বুড়িগঙ্গা
  • মাঝি
  • হত্যা
  • #