ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যুবকের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় তিন যুবক মারা গেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) কৃষ্ণচন্দ্রপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হন। নিহতরা হলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মোংলা বাবু রায়ের ছেলে বিধান কুমার (১৫), বাদল বাবু রায়ের ছেলে রাজা বাবু (১৮) ও আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিধান ও রাজা জীবননগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে মোটরসাইকলে আরোহীসহ তিন যুবক ঘটনাস্থলেই মারা যান।

আহত তিনজনকে কোঁটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা কালের কণ্ঠকে বলেন, যুবকেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরপর একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

  • ঝিনাইদহ
  • ট্রাকচাপা
  • মৃত্যু
  • #