সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণে মাছধরার ট্রলারে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুকে আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা দুর্জয় মঙ্গলবার গভীর সমুদ্র থেকে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ ‘এফভি কুলসুমা’নামক একটি মাছধরার নৌকা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে যাত্রা করে।

সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা দুর্জয়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ মাছ ধরার নৌকা ‘‘এফভি কুলসুমা’’র নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। পরে সময়মতো নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়। এর আগে ট্রলারটি সোমবার দিবাগত মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। ট্রলারসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়।

নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

  • আটক
  • মালয়েশিয়া
  • রোহিঙ্গা
  • সমুদ্রপথ
  • #