আওয়ামী লীগের তিন সদস্যকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ(ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সোয়া ৮টায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে আটক করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি দল রাত ৯ টায় উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে আটক করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে অপরাধমূলক কাজে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে আটক করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।
গ্রেপ্তারকৃত রাসেলের দলীয় পদবী না থাকলেও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন অপকর্মে জড়িত ছিল জানা যায়। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।