খুলনা জেলার রূপসা সেতু টোল প্লাজার পূর্বদিক থেকে বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তার নাম সাদ (২০)। তিনি নগরীর খালিশপুর থানাধীন ঝুড়িভিটা ফকির বাড়ির বাসিন্দা বাবলু ফকিরের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (৯ এপ্রিল) রাত ৯ নয়টার দিকে বৈকালী থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তারা। বর্তমানে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।