নাটোরে আদালতের মালখানায় ৩৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি, আটক ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের মালখানার জানালার গ্রিল ও তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। স্টোর রুম থেকে প্রায় নগদ ৩৭ লাখ টাকা এবং স্বর্ণ-রুপার অলঙ্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত চুরি হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ।

পুলিশের তথ্যমতে, এটি কোনো সংঘবদ্ধ চোরচক্রের কাজ। তারা মালখানার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার সকালে পুলিশ সদস্যরা আদালতের অফিসে প্রবেশ করে মালখানার তালা ভাঙা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ চুরির ঘটনা। চোররা প্রথমে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে, এরপর স্টোর রুমের তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। তবে তারা আগে থেকেই আদালতের আশপাশের সিসিটিভি ক্যামেরা ও ভিডিও রেকর্ডারের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে।

  • আটক
  • আদালত
  • চুরি
  • টাকা-স্বর্ণালঙ্কার
  • নাটোর
  • মালখানা
  • #