রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী হেফাজতে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে

রাঙামাটি জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। পুলিশের একটি টিম এরই মধ্যে তাকে নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ  বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে ডেকেছে। তিনি ঢাকায় যাচ্ছেন। আমরা তাকে পৌঁছে দিচ্ছি।

অনির্বাণ চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন।

পরবর্তীতে গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত রয়েছেন।

  • অতিরিক্ত পুলিশ সুপার
  • রাঙামাটি
  • হেফাজতে
  • #