পরিত্যাক্ত শুটিং স্পটে পড়ে ছিল যুবকের নিথর দেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

ময়মনসিংহের ভালুকায় মো. সাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার হাবিরবাড়ির জীবনতলা গ্রামের লাবণী শুটিং স্পট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সাবাব ডাম্পট্রাক চালানোর পাশাপশি বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি উপজেলার হাবিরবাড়ি ইউনিয়নের জীবনতলা গ্রামের মো. হাফিজ উদ্দিন সরকারের ছেলে এবং একই ইউনিয়নের কৃষকদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৪ এপ্রিল) সাবাবকে পাওনা টাকা দেওয়ার বলে কে বা কারা মোবাইলে করে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। পরে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তার বাবাকে কল করে জানানো হয়- স্থানীয় পরিত্যাক্ত লাভণী শুটিংস্পটে তার বড় ছেলের মরদেহ পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ সনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধারে কার্যক্রম শুরু করে।

হাফিজ উদ্দিন সরকার জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে গতকাল সোমবার বিকেলে মোবাইলফোনে সাবাবকে ডেকে নেওয়া হয়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার হাতে, মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জীবনতলা গ্রামের পরিত্যক্ত লাবণী সুটিং স্পটে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তারা পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) সদস্যদের অপেক্ষায় আছেন।

  • ভালুকা
  • ময়মনসিংহ
  • মরদেহ
  • যুবক
  • #