ফরিদপুরে বৃদ্ধের জিহ্বা কর্তন, হাসপাতালে মৃত্যু

:
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মো. আব্দুল হালিম মোল্লা (৬১) নামের এক বৃদ্ধের জিহ্বা কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল হালিম মোল্লা উপজেলার পাড়াগ্রাম এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে। তিনি স্থানীয় একটি বাজারের নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন তিনি।

এর আগে রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের এক বাগান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, পাওনা টাকা আদায়ের কথা বলে গত শনিবার বিকালে উপজেলার হেলেঞ্চা গ্রামের মিজানুর, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। ওইদিন রাত আনুমানিক ৩টার দিকে জিহ্বা কেটে দুর্বৃত্তরা মাহবুবের বাগানে তাকে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, এটি একটি নির্মম ঘটনা। যতটুকু জানতে পেরেছি ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন বলেন, হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেনের জেরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

  • জিহ্বা কর্তন
  • ফরিদপুর
  • বৃদ্ধ
  • মৃত্যু
  • #