ধানক্ষেতে পড়েছিল গৃহবধূর মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোনারচালা এলাকার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনা ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সঙ্গে কথা বলতে ঘরের বাইরে বের হন। দীর্ঘক্ষণ পরেও ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরবর্তী কার্যক্রম চলমান।

  • গৃহবধূ
  • ধানক্ষেত
  • মরদেহ
  • #