দিনাজপুরের বিরলে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম ভোবেশ চন্দ্র রায় (৫২)। তিনি উপজেলার শহর গ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারকানন্দ রায়ের ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একদল দুর্বৃত্ত ভোবেশ চন্দ্র রায়কে তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁকে মারধর করে রাত ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় একটি ভ্যানে বাড়ির পাশের স্থানীয় ফুলবাড়ী হাটে পাঠিয়ে দেয়।
এরপর পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে শুক্রবার বিকেলে পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।